হুড আঁটা প্যাডেল করা তিন চাকার যান
               তারেই যে রিক্সা বলে,
ডাকতে হলে সবাই তারে
               এই রিক্সা ওই রিক্সা বলে।
শহরের অলিগলি গ্রামের মেঠো পথে
               রিক্সা পাবে অবশ্যই  সাথে,
দুই জনে যেতে পারো
               যাও যদি নিয়ে যাবে ঠিক পথে।
স্টেশন যায় স্কুল অফিস যায়
              যায় কত লোকের দ্বারে,
ঠিক ঠিকানায় পৌঁছে দেয়
              সকলের আবদারে।
দুপুরের তপ্ত রোদেও
              যখন রাস্তা থাকে ফাঁকা,
হুড আঁটা রিক্সায়, স্ট্যান্ডে
              দাঁড়িয়ে থাকে রিক্সাওয়ালা একা।
ঝড় বৃষ্টিতেও পাবে ওদের
              নতুন সাজে লম্বা হুডের গাড়ি,
প্যাঁক প্যাঁক হরেনের সুরে, কাদা জল ফেলে,
              চলে আত্মীয়ের বাড়ি।
সকাল দুপুর সন্ধ্যা রাত্রি
             নেই তো ওদের একটুও বিরাম,
হাঁটার কষ্ট যে মলিন লাগে
             রিক্সা চড়ে সত্যিই আরাম।
কিছু যাত্রী আবার ভীষণ খারাপ
             হাত তোলে গায়ে, করে নোংরা ব্যবহার,
একটু সহানুভূতি বোধহয় আজকের দিনে
             রিক্সাওয়ালাদের ও দেওয়া দরকার।।