আজব ধাঁধাঁ এই কলকাতা শহরে,
বোধহয় একজনকেও পাবে না সঠিক ব্যবহারে৷
আছে অনেক উন্নত সুবিধা এখানে,
তাই দূর দূরান্ত থেকে আসতে হয় সেখানে৷


শহরের বুকে আছে অনেক বড় বড় অট্টালিকা,
রাত্রিবেলা অলি গলি পথ গুলো বড্ড ফাঁকা৷
এখানে আছে অনেক পুরাতন ঐতিহাসিক ঐতিহ্য,
শহর জুড়ে চলছে রাজনৈতিক নেতাদের সাম্রাজ্য৷


দুপুর বেলা তপ্ত রোদের ঝলকানিতে,
পার্কের বেঞ্চ গুলো ভরা থাকে কপোত কপোতিতে৷
দেখতে যদি চাও মন ভরানো চোখ ধাঁধাঁনো সুমধুর দৃশ্য,
শপিং মল গুলো থেকে শুরু করে ভিক্টোরিয়া হয় শ্রেষ্ঠ৷


শহরের বুকে আছে অনেক নামি দামি স্কুল কলেজ,
অভিভাবকের টাকায় তারা যে আজ অনেক সতেজ৷
মর্নিং ডে ইভিনিং তিনটি সময়ই এরা নাকি খুব ব্যস্ত,
সন্তানের সঙ্গে বাবা মাও আজ কঠিন প্রতিযোগিতায় মত্ত৷৷


জীবন এভাবেই বয়ে চলে আপন গতিধারায়,
তাকে রোখার নেই তো কোন আমাদের উপায়৷
এটাই বুঝি আমাদের গর্বের শহরের ইতিকথা,
তার সারাংশ আমি লিখলাম হেথা৷৷
"""""""""""""""""*"************"""""""""""""****
কলকাতা, বাঘাযতীন