ওই শ্বেতশুভ্র কাশের বনে,
লুকোচুরি চোখেরবালির সনে।
সেদিনও ছিল খালের পাড়ে  কতো খেলা,
সাদা বকের সাথে সারা বেলা...।
সেই বকের সারি তেমনি আছে,
ওই কোমল নরম ধানের গোছে।
আজ সে মন ডানা হারিয়েছে,
উড়তে সে আজ ভুলেই গেছে।
কাশের বনে আজ বৃথাই ঢেউয়ের দোলা
আজও খোঁজে আমার মন আপনভোলা...।
চোখেরবালির চোখ দুটিতে ভুবন যেন ভরা,
তৃষ্ণার্ত এই মন আমার হয়না মনমরা ।।