স্মৃতির স্রোতে ঘরে ফিরে এলো মন,
এতো দিন যারে খুঁজে গেছি অকারণ ।
সেদিনের সেই কালীপূজার সন্ধ্যায়,
ডুবু-ডুবু রবির দেয়া সামান্য আভায় ৷
চারদিক বৈদ্যুতিক আলোয় ছিল উজ্জ্বল,
রাস্তায় ছিল অগণিত সুখ-সারীর ঢল ।  
কত চোখাচোখি মুখোমুখি তোর জন্য রাজি,
আমাকেই শুধু তুই চুম্বন করে বলে গেলি পাজি ।
আজও অনেক  কথা হৃদয়ে সাজিয়ে রাখা,
রাস্তায় যদি আজ তোরে পাই ফাঁকা ৷
থাকবে আমার আজো সেই জিজ্ঞাসা -  
মিথ্যে ছিল কি তোর সে ভালোবাসা ?
হাজার খুশির ভিড় ঠেলে আজও তাই,
ক্লান্ত শরীরে আমি ঠাকুর দেখতে যাই ।৷