তোমার মতো কাউকে
           আমি আজ অব্দি পাইনি,
তোমার দেহের ঘ্রাণ
           আজো মন থেকে যায়নি।
তোমার সে উষ্ণ স্পর্শে
           শরীর হয় কম্পিত,
তোমার দেওয়া চিহ্নে
           মন হয়েছে সঙ্কিত ।
তোমার মলিন হাসি
           বেজেছে হৃদয় বীণে,
তোমার নরম ঠোঁটে
           শিহরন জাগে প্রানে ।
তোমার স্মৃতির সৃষ্টি
           সুচিন্তিত মনভাবে,
তোমার সে আলিঙ্গনে
           উন্মাদ যে অনুভবে।
তোমার দন্ত পেষণে
           মনে জ্বলেছে আগুন,
তোমার অনুপস্থিতিতে
           আসে না আর ফাগুন।
তোমার মিষ্টি কথন
           শুদ্ধ করেছে মনকে,
তোমার সাথে মিলন
           উন্মাদ করে আমাকে।
তোমার ধরা সেই হাতে
           কোমল স্পর্শ যে তাতে,
তোমার না থাকা সাথে
           মিশে গেছে সব ক্ষতে।
তোমার কঠিন শর্ত
           পরিবার ছিল আগে,
তোমার প্রতি  আমার তাই
           মনে সন্দেহ জাগে?
তোমার সেই ভালোবাসা
           আজও হয়নি সারা,
তোমার আমার পথ
           এখনো আছে অধরা।।