জীবনে আমি বুকের মধ্যে
        রেখেছি হাজার বেদনার বসতি,
ভরে আছে অশ্রু নিমজ্জিত
        নিষ্ঠুর যে কত স্মৃতি।
জীবন তো তাই আজ
        হয়েছে বিবর্ণ ঝরাপাতা,
নিষ্পলক দৃষ্টিতে ঘটে যাওয়া
        ঘটনাগুলো দিচ্ছে অনেক ব্যাথা।
বিশ্বাস করবে কি জানিনা
        আজ যে মন আর মানে না,
চেষ্টা করেও পারছি না
        কি করে ভুলবো তোমায় জানি না।
চোখের সামনে চলে গেছো তুমি
        অন্তহীন অন্তিম দিগন্তে,
স্মৃতির ভিড়ে জমে আছো
        মনের কোণায় অজান্তে।
জীবন বৃক্ষের শাখা প্রশাখায়
        প্রতিচ্ছবি শুধু তুমি,
বিবর্ণ ঝরাপাতায় বিষন্ন হয়েছে
         শুধু এই মাতৃভূমি।।