তুমি যদি হাসো
আমার চোখের  জল রুদ্ধ হবে,
আমার ভালোবাসা পরিপূর্ণতা পাবে,


তুমি যদি হাসো
শান্ত বাতাস আবার চঞ্চল হবে,
ঝড়ো হাওয়ায় মন উতল হবে।


তুমি যদি হাসো
অচিন পাখি খাঁচা মুক্ত হবে,
আমি বোধহয় ভীষণ খুশি হব।


তুমি যদি হাসো
জগৎ সংসারে সুখের প্লাবন হবে,
হৃদয় সুর তাল খুঁজে পাবে।


তুমি যদি হাসো
আমার দুঃখ কষ্ট ঘুঁচে যাবে,
তোমার দেওয়া ব্যথা ভুলে যাব।


তুমি যদি কাঁদ
সেদিন হয়তো আমার মরণ হবে,
তোমার ওই দুঃখের চোখের জলে।।