ওই চির শ্যামল ঘন প্রকৃতির মাঝে,
ইচ্ছে হয় মিশে যায় এক সাথে ৷
হিমেল হাওয়ায় শিহরিত স্পর্শে,
মন আজ ভরে ওঠে বাতাসের সুগন্ধে৷
পাখিদের মিষ্টি মধুর কলতানে,
মন প্রাণ চাই মিশে যেতে তোমাতে ৷
মৌমাছি আর ভোমরার গুন গুন সুরে,
বন আজ হয়েছে মাতাল সুগন্ধি ফুলে ৷
ক্লান্ত পথিকের অশান্ত তৃষ্ণা আজ,
সূর্যের স্নিগ্ধ কিরণে মিটে যাক ৷
চঞ্চল মন যে ছুটে চলে কিসের টানে !
ঐ গাছের ফাঁকে নীল আকাশের গায়ে ৷
দূর হয়ে যাক দুঃখ কষ্ট সব যন্ত্রনা,
অরণ্যের বিশুদ্ধ অক্সিজেন হোক প্রাণের শান্তনা ৷
তুমি কি আবার কোনোদিন খুঁজবে আমায়,
এই চির সবুজের মাঝে দিয়েছ যে সময় ৷৷