তোমায় আজও খুঁজি আমি
ঐ মেঠো পথের বাঁকে কৃষ্ণচূড়া গাছের তলে,
যেদিন প্রথম দেখেছিলাম তোমায়
আমার অন্তরজুড়ে শুধু ছিল আকুলি বিকুলি।
ভেবেছিলাম বলবো তোমায় একটি কথা
কিন্তু পারিনি, মনের কথা বলতে তোমায়, সেদিন।
শুধু উপলব্ধি করেছিলাম প্রেম
তোমার ঐ কাজল নয়না অস্ফুট চাহনিতে।
সেই চাহনিতে হারিয়ে গেছি বহুবার আমি
রাতের নিষিদ্ধ ব্যথায় মাতাল হয়েছি প্রতিবার।
মন স্মৃতির ভীড়ে তাই ভারাক্রান্ত,
পারিনা বলতে, মনের কত না বলা গোপন কথা।
আজও উদাস মন খোঁজে তোমায়
তুমি সেই নারী, আমার প্রথম ভালোবাসা।।