পূব আকাশে ভোরবেলা
                    যখন সোনালী ডানায়
                                          উঁকি দেয় রবি,


ঘাসের আগায় শিশির বিন্দু
            পুষ্প বনে ঘুরে বেড়ায় অলি,
জানালার পর্দার ফাঁক দিয়ে
            বিছানায় আলোক এক ফালি,


এলোমেলো কেশে
                  মুখ খানি তোমার
                                   সুন্দর যেন এক ছবি।


চিলেকোঠার ছাদে
            চড়ুই এর কিচিরমিচির স্বরে ,
বাগানে বিকশিত ফুলে
            করবী গাছটা আছে ভরে,


পুষ্প সাজি হাতে
                  তরুলতা মাঝে
                                কে তুমি রমণী মায়াবী?


নীল আকাশের গায়ে
           শুভ্র মেঘের সারি সারি,
মুক্ত পবন বইছে দেখো
            নিদ্রা ভাঙে বাড়ি বাড়ি,


মন যে উদাস
              রঙিন ফানুস
                            তোমার কথাই শুধু ভাবি।।