এলো না কি? সব ষষ্ঠী পূজার পর
         আজ ভুঁড়ি ভোজ জামায় ষষ্ঠী,
তাই ভোরের ট্রেনে রওনা শ্বশুরবাড়ি
         শাশুড়ি জামাই এর মাস মধুর যষ্ঠী।


এলো না কি? শাশুড়ি ভেবে -
         সকাল থেকে রান্নাঘরে রান্না করে,
মাছ মাংস সব ধরনের পদ
         সুন্দর ভাবে কিছু যেন বাদ না পরে।


এলো না কি? শ্বশুর খোঁজে -
          মাসের শেষে শূন্য ভাঁড়ে,
হরেক রকম বাজার সেরে
          মাথায় যে ভীষণ চিন্তা ধরে।


এলো না কি? জামাই অমুকের বাড়ি -
          পাড়া পড়শিরা মারছে উঁকি,
শ্বশুর শাশুড়ি করছে তড়িঘড়ি
          জামাইয়ের জন্য নিচ্ছে বড্ড ঝুঁকি।


এলো না কি? জামাই ভাবে শ্বশুর বাড়ি -
          হাতে রঙিন শাড়ি আর দইয়ের হাঁড়ি,
ভুঁড়ি ভোজ করে ফিরতে হবে তাড়াতাড়ি
          শ্বশুর কি পাঠিয়েছে স্টেশনে গাড়ি!


এলো না কি? মেয়ের ধারনা রসনা দেখে -
          ওই সব একলাই খাবে নাকি?
বারণ করলে আজ নয় কোনো কথা
          সকালেই বরং বলো হলোনা কি!!  🤔😜😛