ওই আমার সাথে আজ রথের মেলায় যাবি?
ফুচকা পাঁপড় জিলাপি আর বাদাম ভাজা খাবি?
রথ তলায় বসেছে যে বড় রথের মেলা,
ভারি মজা তোমার সাথে নাগর দোলায় দোলা।
তোমার হাতে হাত রেখে রথের ভিড়ে চলা,
দুষ্ট পরশ যে মধুর লাগে বিকেল বেলা।
ছোটরাও যে বায়না করে বাবাকে পাশে রেখে,
রঙবে রঙের বেলুন বাঁশি ই-খেলনা দেখে।
মানুষের ভিড়ে রথতলা তে হয়েছে  ভীষণ কাদা,
ছেড়ো নাকো বাবার হাত মুঠোয় রেখ সদা।
এক পশলা বৃষ্টিতে বাগানের শক্ত করে বেড়া,
কিনছে লোকে সুপুরি, নারকেল আর আমের চারা।
খুব সস্তা আজকে বুঝি খেতেই হবে তাই,
মস্ত কাঁঠাল সঙ্গে নিয়ে বাড়ি ফেরা চাই ।
রথের রশি হাতে নিয়ে হলো যখন টান,
জন স্রোতে হারিয়ে গেল কোথায় যেন প্রান।।