মন যে সবার লোভে ভরা,
ভুবনে কেউ নেই স্বার্থ ছাড়া।


মন চেয়ে কেউ করোনা বায়না,
মন যে সবাইকে দেওয়া যায় না।


মন যে হৃদয়ের আয়না,
বাইরে থেকে একটুও বোঝা যায় না।


মন যখন হয়ে ওঠে প্রেয়সী,
উন্মাদনা প্রাণে বেড়ে যায় আরো বেশি।


মন যদি পায় ভীষণ ব্যাথা,
নয়নের জলে ভেসে যায় অতীত কথা।


মন যে দেখে শুধুই স্বপ্ন,
স্মৃতির প্রেক্ষাপটে হয় সবি বিবর্ণ।


কখনো মন যদি হয় সন্দেহ প্রবন,
বিপাকে পড়বে তবে যখন তখন।


একবার মন ভেঙ্গে গেলে পরে,
আর কখনো জোড়া যায় না তারে।


কষ্ট গুলো মনের অগোচরে লুকিয়ে থাকে,
খুঁজেও পাওয়া যায় না তাকে।


মনের দুঃখ গুলো থাকবে যতদিন,
খুশির স্রোতে নয়ন অশ্রু হীন।


আমার অবুঝ মন শুধু খোঁজে তোমায়,
হয়তো তুমি ভুলেই গেছ আমায় !!