হঠাৎই চলা সমুদ্র পানে,
কেন নয় পাহাড়ে বনে?
         পাড়ার-পর্বত নদ-নদী অরণ্য,
         সবি যে তোমার পরশে ধন্য।
সীমাহীন ব্যপ্তির মাঝে, আমি নগন্য;
স্বরচিত ছোট্ট কাব্য তোমারই জন্য।
        তোমার লবণাক্ত বালু চড়ে বসে,
         হারিয়েছি মন নিবিড় আবেশে।
ভালো লাগে প্রিয় শঙ্খ ঝিনুক কুড়াতে,
তোমার চিকন বক্ষ হতে নিজ হাতে।
         না জানি কেন ছুটে আসি সমুদ্র বালু তটে,
         তোমায় দেখে সব ভেসে ওঠে স্মৃতি পটে।
চর্তুদিক উন্মুক্ত এলোমেলো ঝড়ো হাওয়ায়,
হৃদয় নাচে তরঙ্গায়িত ঢেউয়ের দোলায়।
        আমি উন্মাদ প্রেমিক, মন আজ মলিন,
        ঐ নীল বক্ষের মাঝে আমি হতে চাই বিলীন।
তোমার সৈকত থেকে সবুজ ঝাউবনে,
মন হয়েছে একা বিভ্রান্ত , নীল নির্জনে।।