অনেকগুলো মা সরস্বতীর মূর্তি গড়ে
পূজোর একদিন পূর্বেই শিল্পী সব ভেঙ্গে দিলেন।
তিনি ভাবলেন
স্রষ্টার সৃষ্টিতে সাপের মতো
এঁকে বেঁকে নেমে এসেছে বিষ
সমুদ্রের ঢেউগুলি সাপের ফণা হয়ে ফুঁসছে।


মদের বোতল খুলে
ঘাসের উপর হাঁটুমুড়ে বসে পড়লেন শিল্পী
কাঁদলেন কিছুক্ষণ।
হেডমাস্টার মশায় বলেছিলেন কোন একটা মূর্তির
চোখটা নাকি একটু ট্যারা হয়েছে
তা শুনেই শিল্পী সব ভেঙ্গে দিয়ে
মুচকি হেসে বললেন
যার চোখ আপনি ট্যারা দেখতে পেয়েছেন
সে আমার মা
এখন সন্তানের চোখে সব মা একটু ট্যারা
আপনি চলে যান এখান থেকে
স্রষ্টা কত অমানুষ গড়ার ভার দিয়েছেন
আপনার উপরে।


শিল্পী মানসচক্ষে দেখলেন
ট্যারা চোখে তাকে দেখছে আকাশ
স্রষ্টার সৃষ্টিতে বিষ
উঠে আসছে ধূসর গোধূলি লগ্ন।


মেঘগুলোও ট্যারা চোখ নিয়ে আজকাল বৃষ্টি ঝরায়।


______________