চুনোপুটির মতো অল্প জলে
ফর ফর করছ কেন?
শান্ত হও চুপ করে থাকো
গভীর জলের কথা ভাবো
দেখবে প্রকাণ্ড প্রমত্ত পৃথিবী
লাস্যময়ী মেয়েটির মতো কাছে এসে নাচ ভুলে
চুপ করে আছে।
কাজ ফেলে এসো
শোনাবো নৈঃশব্দ্যের ভাষা।
চুপ করে গাছটির নীচে বসে দেখো
হরিণ হরিণীর গভীর প্রণয়
যদিও  অর্থ  কিনেছে সে সময়
আমার মনও যদিও হয়েছে কালো।


________________