পুনরায় নদীতে নেমেছো?
নদীতে অলস জল ভেবে
পা দুটি কেন তুমি ডোবাতে চাও বার বার ?
ভুলে গেছো এই নদী তোমার জীবন যৌবন
সর্বস্ব নিয়েছে, কেড়ে নিয়েছে বাঁচার সংস্থান !
নদীর কূলে বসে কেঁদেছিলে কতো
সব ভুলে গেলে?
ভুলে গেলে ভাসমান শব
দুকূলপ্লাবী রুদ্রতার তীক্ষ্ম প্রহার?
নদীতে অলস জল ভেবে


একা একা নদীতে যেও না তুমি আর ।