যে বয়ে চলে উদাসী পথিকের মতো
তাকে কী করে শোনাবে ঘরের দেয়ালে
লেগে থাকা লজ্জাহর প্রথম চুম্বন?
ভালোবাসা মানে সে বোঝে বয়ে চলা
ব্যথাভরা কায়া,
মৃত জ্যোৎস্নার মতো বুকে রেখে ছায়া।
এসব কলকাকলি তাদের বোঝাও
যারা দেখেনি দুকূলপ্লাবী রুদ্রতা
যে মৃতেরশরীর নিয়ে ভেসে চলে অবিরাম
তাকে তুমি কিভাবে বোঝাবে
মৃত্যু মানে স্রোতহীন ব্যথাতুর জীবনের গান?


----------