পৃথিবীর যেখানে কখনো সূর্যালোক পড়েনি
সেই জায়গায় মেয়েটা দাঁড়িয়ে আছে।
ধর্ষিতা বলেই হয়তো অন্ধকারই তার জগত
কাব্য নিয়ে জীবনদর্শন নিয়ে আলোক নিয়ে
সে আর মাথা ঘামায় না
ভাবার অবকাশও নেই ।
সেই অন্ধকারের জগত থেকে
মেয়েটা চিনেছে আলোক
সে দেখছে বাইরের অন্ধকারে বেশতো থাকা যায়
কিন্তু মানুষের ভিতরের অন্ধকারে নয়।


মেয়েটা আর কাঁদছে না
অন্ধকার থাকে চিনিয়েছে বেদনার অভিঘাত
কান্নার অব্যক্ত দ্যোতনা।
এখন অন্ধকারে বহুকাল দাঁড়িয়ে থাকলেও
মনেতো হয় না মেয়েটার আলোক চিনতে কোন অসুবিধা আছে।


                              -----