আমারও তো প্রাপণীয় বোধ আছে
আছে সেই অন্ধকার
সেতো আজও অপ্রাপণীয়া।
হাতে  আমার নিজের রক্ত অনেক মেখেছি
এরপরে ফুল দাও হাতে
ঘুমোনোর সময় হয়ে এল
ফুল ফুটুক আঘাতে আঘাতে।


নিজের রক্তের বিনিময়ে হেমন্তের গাছে গাছে
শিশুর ক্রন্দন শুনে যাবো।