বহুদিন ছেড়ে এসেছি গ্রাম
ডাকছে আজও সাঁতারুর ক্লান্ত পুকুর
চাষীর লাঙ্গলে বাজে
নবান্নের গন্ধভরা আকাশের সুর।


এখনও  চোখের সামনে ভাসে
আইবুড়ো মেয়েটির মন
অডিও  ভিডিও কল জানে না সে
চিঠিতেই শুনি তার প্রেমের কম্পন।


গ্রামের সেই রোদ ছায়া পথে
কাঁদে যেন ঘু ঘু ডাকা বিষণ্ণ দুপুর
সব রব মিশে গেছে আকাশের গায়ে
বাজে শুধু প্রেমিকার পায়ের নূপুর।


গ্রামের সেই  মেঠো পথ আর বাঁশঝাড়
বুকে মনে করে করাঘাত
মা আমার কাঁদে সেই পথে
চোখে তার নামে কালো রাত।


__________