আজ কী আমি মানুষ হয়ে আছি ?
মানুষ হবার ইচ্ছে ছিল কবে
পথের ধারে ফেলে এসেছি সব
এখন আমি ইচ্ছা ছাড়া বাঁচি ।


এইতো সেদিন ভোরের পাখি সব
আসত নেমে কোলের কাছে ধেয়ে
তাদের ছায়া ফেলত মনে ছাপ
অসীম তৃষায় জাগত মহোৎসব ।


আজকে দেখি প্রাণের মাঝে বাজে
উদাস করা বাঁশির করুণ সুর
সেই বাসনার মৃত্যু হল পথে
হারিয়ে গেছি বৃথাই নানা কাজে ।


অথচ সেদিন সারাদেহে ছিল না কোন ক্ষত
ইচ্ছে বাঁশি বাজত পথে আমার মনের মতো ।


**************************