জীবনের মানেটা যে
খুব বেশি সোজা না,
কিভাবে বা কে চলে
এসব যে খোঁজা না।
.
এখানে ওখানে ঘোরা
উদাস হয়ে হণ্টন,
উপযাজক হয়ে করা
বিদ্যে-বোঝা বণ্টন।
.
খোঁজে বের করা শুধু
অপরের যত দোষ,
আপনারে নিয়ে তবু
আপ্লুত সদা খোশ।
.
জীবনটা গড়ার লাগি
নিজে শোধরানো চাই,
কঠোরতা ত্যাগ করি
একে অপরের ভাই।
.
পথেঘাটে লাঞ্ছনা
হতে পারে সইতে,
অপরের বোঝা কত
হতে পারে বইতে।
.
শোক, দুঃখ, বেদনা সব
থাকুক মন-গভীরে,
মানুষের কাছে ভাসুক
আনন্দ ছবি রে!