সর্ব ধর্ম-কর্ম ,সুনীতি ব্যবহার ,সত্য গুণাগুণ ফল
মানবতাই যে সভ্য সমাজে ভরে দেয় মনোবল ;
জীবনে আহরণে যতেকও সম্পদ
হোক না মণি-মাণিক্য সংগ্রহে অগাধ ,
মানবতার কাছে সবই ফিঁকে সামান্য সে যে জল ।


ঘৃণ্য অপগুণ দম্ভ অহংকার, মানবে ভরলে কলুষ -
অলংকারেও ভরে না শোভা, মানবতা বিনে মানুষ !
দেখে দেখে কত হয় যে বেহুশ -
আকাশের ঐ চাকচিক্য ফানুষ ,
অন্তঃসার শূন্য মানবতা, মানব জীবনটাই তুষ ।


(১৮-০৮-২০২৩)
আজ বিশ্বমানবতা দিবস ,সমস্ত সুধী কবি-পাঠককে এ দিবসের অমরত্ব কামনা করে শুভকামনা জানাই । শান্তির পথে ফিরুক বিশ্ব ।


২০০৩-এ ইরাক-বাগদাদ , কৈনাল হোটেলে, সংযুক্ত রাষ্ট্রসংঘের মুখ্যালয়ে উগ্রবাদী হামলায় ২২ জন কর্মচারী মারা যান ,১৫০- এর উপরে জখমী হন । সকলে ইরাক উন্নয়ন কাজে লিপ্ত ছিলেন ।
সেই ১৯-শে আগস্ট ২০০৩-থেকে এ দিনটি বিশ্বমানবতা দিবস পালিত হয়ে আসছে ।