মহান বিদ্বান তাঁর আছে জ্ঞানের পাহাড়
ললিত পেশা, কেবল লেখালেখি সার ,
সারা সময় উপদেশে- কাটে কাল
সমাজ জানে কত কাজে আসে তার ।


দেখাগেছে আগে এমন দিন হয় উদয় ,
সে প্রসারিত নীতির বিশেষ কারণ ;
সমাজে বৈষম্য-বিভেদ, বিশ্রী দ্বন্দ্ব সৃষ্টি ,
অতিষ্ট হয় নীতিজন্য ব্যাপক লোক-জন ।


এক মাটিকাটা মজদূর -ব্রত তার জীবন ভর
ঝুড়ি-কোদাল সম্বল করে, ঘর্ম ঝরায় অঝোর ,
শিক্ষাজ্ঞানে ভীষণ কম ,পায় নি সুযোগ তার  -
বাধে বাঁধ , সম্বল পরিশ্রম, তার কর্ম সার ।


কর্মে সয় কত উপহাস, সবে ভাবে তুচ্ছ কাজ ,
একদিন টইটুম্বুর সে বাঁধ জলে ভরে টলমল -
না আওড়ানো শব্দ-বুলি ,না পরগাছা মত বাঁচ
কেহ তারে বলে নি, সে এক জোচ্চোর-, খল
জীবন শেষ করে, দানে, তৃষিতের পানিয় জল ।


(১৬-০৯-২০২২)