মানুষ আর কত হিংস্র-ক্রূর হতে পারে ,
যুগে যুগে ইতিহাস রাখে সাক্ষ্য ধারায় -
স্বর্ণাক্ষরে উজ্জ্বল লেখা, পাতায় পাতায় ,
বোধে কেবল নেই গভীরতা হৃদয় জুড়ে !


সর্বশিক্ষিত হয়েও এ ধারা বিশ্ব ভরে ,
বিনা কারণে নির্দয়ী জীবন কাড়ে ;
কবে আসবে সুবিবেক মনুষ্য হন্তার ?
সর্বত্র দেখা অকারণ মানব ধর্ম তারতার ।


আশ্চর্য! দেখে দেখে, মনও যেন খুশ
আসলে, কাজে, হারিয়ে বসি হুশ ;
সংসারে তেত্রিশকোটি দেবতার বাস
বলিষ্ঠ একক মতে মান্য কতর আশ ;
কবে ? কখন? মানুষ হবে সুসভ্য !
না কিনা- নর্দমানালী সম বিচারে ভবিতব্য ।


(১৫-০৩-২০২৪)
হিন্দী শব্দ, তারতার > বিচ্ছিন্নতা ।