বিশ্ব ভরা আশ্চর্যের মেলা ,
প্রাচুর্য্যে তার লোভনীয় খেলা ;
হৃদয়ে কত না আনন্দ ভরে
গাইছে গায়ক সপ্তম সুরে ।
কাকে রেখে কাকে নেব ,
কার আশ্চর্যে বুক ফুলাব ?


বৈচিত্র বিশ্বের ভরা অঙ্গে
নেতার ধূর্ততা ভাষণ সঙ্গে ,
হতে পারে এ আশ্চর্যও এ যুগে
বিনা তেলে-নুনে সেঁকে সেঁকে
রুটির মত গিলে সে ভাষণ
সহমতে ভোটার, প্রচণ্ড আস্ফালন !


জনতা যেন প্রশংসিল , শতমুখ ,
ষোলআনা মনে হয় অবতার যুগ !
আত্মসুখী জনতা ভাষণে ভুলে
অতিশয় খুশী এ ভাষণ তালে ।


(১৯-০২-২০২৪)