শত হলেও সত্য জানা
এ কথাগুলো মোটেই বলা যাবে না !
সমন আসবে , বিদ্রোহী ধারা
ভীষণ ভাবে হবে সে অপরাধী !
জীবনে ভুগতে হবে অন্ধকারা ।


একশত চল্লিশ কোটির দেশ
বাঁচতে গেলে প্রতিটি দ্রব্যে- সেবায়
দিতে হবে জী-এস-টি, বেশ ।
একদিকে দ্রব্যমূল কমের আশ্বাসনে
ধণীকবর্গের শাসক- সত্তায় আসে ,
নগদ অর্থ হাতে পেয়ে স্ফূর্তিবাজ
প্রতিজ্ঞা ভঙ্গে- দেখা ফাঁকিবাজ !


নিজ আড়ম্বর ষোলআনা বজায় -
রাজকাজ চলে বেশ মজায় ।
হয় না রোজগার সৃজন
হতাশে কত ফুল ঝরে অকারণ ,
কথা ছিল দু’কোটি চাকুরী প্রতিবছর !
আজ ধর্ম নিয়ে মাতম , অবান্তর ।


আশ্চর্য ! একেই বলে, দেশ হিতে
সকলে বুঝেও বোঝে না কত মিথ্যে ।


(০৭-০৩-২০২৪)
জী-এস-টি > Goods & Services Tax (GST) |