মস্তিষ্ক এক অভেদ্য সিন্দুক ,
বোধেরা সেথায় তালাবদ্ধ ;
ঘোলা জলে মাছেরা- কষ্টে শ্বাসে -
নিতে নিঃশ্বাস ,মাঝে মাঝে উপরে আসে ।
মানুষের বেলায় তা’ হয় না !
বোধেরা আরো জমাটবাঁধে- নির্বুদ্ধিতায় ,
এক সময় জং-এ জং-এ ,ভারসাম্য হারায় ;
পাগলের পাগলামী -
আপসে শুরু হয় গালাগালী ,
আগে মানবতার ক্ষয় -
তখন, ধর্ম-ভাষা-আবেগ সবই ,একই কথা কয় !!


(১০-০৩-২০২৪)