আমরা দূষি রাজা- মহারাজা -বাদশা ,
হারেম নিয়ে চলত ওদের জীবন
প্রজা ছিল অসহায় শোষণ যন্ত্র -
ব্যক্তি উন্নতির উপায় থাকত বন্ধ ,
চাটুকার আবার দিলখুশ, কত- পেত যত্ন ;
বাদসাধে গণতন্ত্রে, কেহ করে নি এ রূপ আশা ।


অধুনা, রাজার মত সুখের আমলা -
সততায় পড়লেই তার ঘরে ছাপা ,
ঘুষ, শোষণ ,কর ফাঁকি
রাজা -বাদশার স্বভাব দেখি ,
সব ধড়ধড় করে হয় প্রকাশ অমাপা ।
তবু কেন যে- মনে ধরে না জ্বালা !


ভাবুকতার পর্যবেসতি হয় না সমাপ্ত ,
এও আশ্চর্য এ যুগে কত কত !


(০৬-০৩-২০২৪)