অনেক হল বোঝাপড়া
যদিও তালকানা এখনো
সংসার তত্ত্ব নিগূঢ় সার
সহজ নয় জানা তার ।
কানামাছির দলে নাম লিখি
পাগলের প্রলাপ নিয়ে ,
গায়ে আবার নামাবলি জড়িয়ে
চলি পথে বুক ফুলিয়ে ।


ছলাকলা এক অদ্ভূত অস্ত্র
তারই আশ্রয়ে আশ্রমে বাস
বোম-বারুদ লাগে কোথায় ?
জিতি যেন সবার বিশ্বাস ।
বিষধরসাপও পোষ মানে
এমনি ব্যবসার জাদু
সবে জীবনমূল্য খোঁজে মঙ্গলে
আমিও গলি , জনতাও গলে ,
সেয়ানা সেয়ানা কোলাকুলি
এত মধুর সে পথ ফেলে
কেন ভিন্নপথে চলি ?


(২২-১০-২০২২)