হাতে ধরে ওরা কারা
তপ্ত গলা, পিচের ঝারা !
গোটা গ্রীষ্মকালে –মেলে ,
আগুন ঝরা ধরণী তলে !  
        
সারা ভরদুপুরে কাজ চলে ,
রাস্তায় গলন্ত পিচ্ ওরা ঢালে-
কাজ করে তারা দলে দলে ৷
পায়ে ছেঁড়া বস্তা বাঁধা ,      
হাতে দস্তানা পরা আধা ;
গরমে, নাক-কান-মাথা-
ন্যাকড়া জড়ানো থাকে সেথা ৷
সামান্য চোখ রয় খোলা -        
গ্রীষ্মে সারাটা গা উদলা !
        
পিচের যে মহা গ্যাস -                                      
ওদের বুক করে হাঁসফাস !          
কঠিন বড়ো, চোখ মেলা -          
পিচে করে জ্বালা-জ্বালা ,
গরম ছিটে পড়ে গায়ে-          
তবু পিচ ঢালে তারা নুয়ে !


  পিচে মাখা ভাঙা নুড়ি        
  তার পরে চলে ভারী গাড়ী-      
  যন্ত্র-রোলার দেয় পাথর চাপা ,
  এ কাজ অসীম, অমাপা !      
  দেশের কোনায়-কোনায়-      
  তারা পৌঁছে দেয় রাস্তায় ;
  কাজ করে মিলে-মিশে সকলে
  স্ত্রী-পুরুষে, জনাদশেক দলে ,
  সকাল দুপুর বিকেলে -
  কাজে তাদের দিন ঢলে ৷


  শিল্পী তার তুলি দিয়ে
  মনের মত রং ধরিয়ে -
  চিত্র কতনা করে সাকার ;
  জ্বলন্ত ঝারা হাতে ধরে
  পথের উপর পিচ ছুড়ে-
  বাস্তব রূপ দেয় তারা রাস্তার ৷
    
  রাস্তা, উবড়-খাবড়, অসমতল
  করে পাকা আর সমতল ,
  তারা কাজ করে ভর দুপুরে
  একাজ করে জীবন ভরে ;                
  কাজের নাকি এমনি ধরণ -
  গরমে হয় মজবুতি করণ !


  রাস্তার এক পাশে          
  সংসার সাজিয়ে বসে
  নিয়ে আসবাব পত্র
  ছড়িয়ে থাকে সর্বত্র ,
  মুক্ত গগন তলে
  তাদের উনুন জ্বলে ৷    
  আছে হাঁড়ি কড়াই বালটি
  নাই, গ্লাস ঘটি বাটি -
  খাওয়াতে নাই কোনা হেলা ,
  কাজে ক্ষিধে পায় যে মেলা ৷
  বিছানা গরম মাটির ভূমিতে        
  তবু রাত কাটে শোয়াতে ৷  
            
  তারা জানে না জানাতে দাবি          
  বিধিতে বিধান আছে সবই ,
  আপন ভোলা সদা তারা -                
  কাজেই থাকে আত্মহারা ৷              
  যতনে সমতল করে পথ -            
  কত যাত্রীর ঘুচায় আপদ          
  ওরা, পথ গড়ে ভোগে না-            
  ওরা,গাড়ী ঘোড়া চালায় না ৷    
          
  পাকা রাস্তায় চলে কারা ?
  গাড়ী ঘোড়া চড়ে যারা-            
  পায় পাকা পথ , সমতল            
  অনেকে করে না খেয়াল-              
   জানে না এ রাস্তা কার ফল ;          
   ইচ্ছা শূন্য, বাস্তব-ধরাতল !
   যারা কিছু মোটে না পায়                  
  তাদের বাঁচা শুধু ভাবনায় -              
  তারা সবে মঙ্গলে করে কামনা              
  তারাই আবার অজানা অচেনা !


   হাতে নিয়ে তপ্ত পিচের ঝারা-        
   ভর দুপুরে ওরা কারা ?            
   কাজই ওদের জীবন -              
   রাস্তাই ওদের বাঁচা-মরণ !


   (ইং-০৮-০১-২০১৬-শুক্রবার)