মানুষের আস্থায়- বিশ্বাসে
ঈশ্বর ,সাকার অথবা নিরাকার ,
তবু মতবাদ নিয়ে নটখট ভয়াল
সত্য খোঁজায় জ্ঞানীর রুচি
দ্বন্দ্ব-ফ্যাসাদ মূর্খের চল ।

ঈশ্বরবোধ জাগে নি- মর্মে
মানুষ ছাড়া সমস্ত জীব ,
মানুষের মত না মাতা অধর্মে
তারও বিরাজে হয়ে সজীব ।

গালি দেয় পরকে, কাফের-বিধর্মী
ধর্মে ফাঁকি, সততায় ফাঁকি
লোক অহিতে মহান কর্মী ,
মানে তবু নিজেকে, সাফ-পাকি !

দিনে তারা কোথায় যায়
আঁধারে তারা প্রকট হয় ,
ফলটি কেন নীচে পড়ে
অজানা ছিল কত যুগ ধরে ।

মেঘে মেঘে ঘর্ষণে বাজ পড়ে
আবার শীতল মেঘেই বৃষ্টি ঝরে ।
সবে জানে সত্য অসত্য
নিজকোলে ঝোল টানে যতো
সব বুঝেও নাবোঝা ভান ,
কি সে কারণ ? মত্ত এতো ।

(২৪-০৮-২০২২)
পাকি > পবিত্র ।