জনম না কি ভরা, হর্ষ-উল্লাস,
আভাসে ! কত না হা-হুতাশ ৷
আর্তর মুখেতে মেকি হাসি
কি যেন বুকে বয় রাশি-রাশি !
তবু ঘোরে গয়া কাশী ;
সাথে রাখে ঔষধের শিশি ৷


হাস্য সুস্মিত কিন্ত অস্ফূট !
ঠোঁটটা নাড়িতে হয় কষ্ট ,
মাথা দুলিয়ে সায়, সে তুষ্ট ;
ঈষৎ ভাল, শরীর সুষ্ঠ !
কোমল স্বরে জানায় -
সুস্থ বলা ছাড়া, নাই উপায় !


ক’জনারে দেবে সাফাই -
আমি অসুস্থ ,ভাল নাই ?
একটা রাস্তা, বলো, ভাল !
সব ল্যাঠা তো গেল ?
কমসে কম দু’একজন-
দেবে তো কখনো দর্শন !


যদি বলা, "ঝামেলা মেলা" ,
ভাবে তুচ্ছ করে অবহেলা !
সবাই চায় নিতে -
ক’জনার ইচ্ছে দিতে ?
তাই উত্তম, সুস্থির মনস্থ ,
হাঃ -হাঃ ! আমি সুস্থ, সুস্থ !


(ইং-১০-০৬-২০১৭)