পরিবারে বাড়ছে লোক , তারা অতি নিকট জন
একই ধারায় দেশে বাড়ছে জনসংখ্যা
প্রতিটি জনার মনে ভরা সুখশান্তির আকাঙ্ক্ষা ,
দেশ ও পরিবার ভালোবাসায় যদিও সমৃদ্ধ মন
খুঁজে পাই না কি সে হিংসার কারণ ?
তাই দেখি ঘটে অজানা অকারণ- অঘটন ।
যদি কেহ না করে অপকাজে চিন্তন ,
তবেই চিরতরে দূর হবে অপগুণ কুলক্ষন ।


যেখানে হিতাহিত মনে করে- সমান আপন
মানুষ ভালবেসে আপনত্বে নিলে যতন
মাত্র ত্যাগে কিঞ্চিত- কিছুটা সময়
উপকারের ইচ্ছা হলে পরমুখোময় ,
দেখা যায় দৃশ্য, সম্মুখে দাঁড়িয়ে সে সুখধন ।


(১৭-০১-২০২২)