বড়োগাছে বাঁধলে নাও
নিশ্চিন্তে আসে ঘুম ,
দুয়ারে পড়লে হাতির পা
আনন্দ-খুশীর ধুম ।


জয়ঢাক বাজলে উঠোন পরে
নামও ছড়ায় বেশ ,
মামা চাচার অভাব হয় না
খাওয়ার ঘটা বেশ ।


মহাভোজে আশীর্বাদ বৃষ্টি
দানে, উপস্থিত দর্শক,
বিশেষ ক্ষতি হয় না কেবল
জমি-জমা হয় বন্ধক ।


ঋণং কৃত্বা ঘৃতং পিবেৎ
জীবিত কটা দিন ,
নাচো গাও জীবন ভরে
তা ধিনা ধিন্-ধিন্ ।


(১৭-০৯-২০২২)