শরৎ চন্দ্রের 'অভাগীর স্বর্গ' ! জানে সকলে ,
মুর্খের স্বর্গ, কে দেখেছে- কোন কালে ?
রাতদিন মাতম পেতে নন্দনকানন ,
কত আকুতি ভরা জীবনে সে আকিঞ্চন ।
সর্বকর্ম সারা উত্থান সে মান
রাতদিন স্বপ্ন দেখা পেতে সে রম্য স্থান ।


আলেয়ার আলো পথের দিশা -
কত কিছু করেও মেটে না আশা ,
হঠাৎ আঁখির মণিকোঠায় ছায় কালো ;
বাস্তবে হল না দেখা সত্যের আলো -
জীবন ভরা ঝড়-ঝঞ্ঝা, সারহীন কর্মজীবন,
রোজ রোজ খেটে মরা প্রতিটি ক্ষণ ।


(২৫-০৩-২০২৪)
সে মান > সে যোগ্যতা ।