খুব ভাল বিচার ভোটাগ্রে
যেখানে সেখানে ছাপা পড়ে !
একটু ভেবে দেখা -
সত্য স্বাদ হয় কী চাখা ?
পেটে সবার পচিত দুর্গন্ধ ,
যারা করেন একটু বেশী করে ধন্দ ;
তবে এ ভেবে, হতে নাই অন্ধ !
বিশেষ বেছে বেছে প্রতিবাদীর কেন হবে ?
সাধু নয় কেহ, আছে তা’ সমান ভাবে ।


দলঘেষা বিচার চাইত হিটলার
জনতা ভাবত, মুক্তি সবার- এবার ,
আগে বার্লিন বাটে দু’ভাগে
ভাগ্য ভাল তা-ও জোড়া লাগে
তবে , স্বৈরাচারী যায় চিরতরে ভেগে ।


(২৩-০৩-২০২৪)
ধন্দ > ধান্ধা , অপকাজ । বাটে > বন্টন হয় ।