দেখে, সভাস্থলে জনতা নাই -
নেতার বুক, ধড়ফড়, হাইফাই !
যদি দেশবাসী পাড়ে অকথ্য গালী ,
বুঝতে হয় এবার গদি করো খালি ।


যদি পৌষে কখনো ঘুঘু ডাকে ,
বেশ গরম পড়ে সেবার মাঘে !


যদি ধরে অসময়ে গাত্র-জ্বালা -
কাজটি তবু করিও না হেলা ।
মনে-প্রাণে জগৎ ভালবাসতে ,
মাটিতে অভ্যাস করো ,শুতে ।
যদি চাও পুণ্য তরে শুভফল -
তৃষ্ণাতুরে দানো, পানীয় জল ।


সুখের সময় নয়- অতি গীত -
দুঃখীর সাথে, করিও পিরিত ।
পিঁপড়ের চলন, সারি দেখে ,
ওর , একতারে, রাখ শিখে ।


গোলা ভরে রাখলে খোরাক ধান -
অসময়ে মেলে ত্রাণ ,বাঁচে জান ।
প্রথম লাফে, অযোগ্য হলে -
মাঠ ছেড়ে ,যেও না চলে ।
পেয়ে জ্ঞান যে নেয় না তার ,
সেখানে শুধু, বকাবকি সার !!


(ইং-২৩-১২-২০১৭)