যদি না হারাতে চাই জীবনের খেই
আছে যেন ভরসা লক্ষ্মণগণ্ডিতেই ;
মান্যতে এ উপদেশ জীবন জাগে ,
কত বিপদ নিয়ে শিক্ষা দেয় আগে---।
তাই, কথা বেশী না বলাই ভাল ,
চেনা জানা সে পথেই সামলে চলো ।


উঁকি দেয় যথাতথা যথেক কীট
মনের ঘরে সদা নট্- চারিদিক ;
থাকা যায় না তবু, চুপ কথায় -
অবেলায় কত ভাবনা আসে মাথায় ।
গোপন রেখেও যায় না রাখা -
হলেও গোপন, সেকথা যেন মধুমাখা ।


সংম্বাদের বিড়ম্বনা, পলিতে বোধ পুরু ,
একের বুলি, অপর গড়ে শত্রু ;
ধম্ম নিয়ে বাক-বিতন্ডা,- এমনি বিষয় -
পেশীধর হয় উগ্র ,সব কিছু করে ক্ষয় !!


(২৬-০৩-২০২৪)
নট্ > বিদুষক ।