আবদ্ধ জলাশয় যদিও সরোবর
একাঙ্গী বিচারে আত্মা হরিহর
খ্যালে না ঢেউ না কোন স্রোত
বড় শান্ত স্বভাব , যেন অবোধ !


পুঁজিবাদ চায় জ্বালা হোক পিছে
শনি লেগে থাক , প্রত্যেক কাজে
তবেই হবে তেত্রিশকোটির পূঁজা -
বাদ যাবে না উজির রাজা !


পরিশ্রমে ডিম দেবে মুরগি
খাবে ফকির
চালাক করবে দুই শিকার
মেরে, একই তীর !
শান্তির ঘরে জ্বলবে আগুন ,
তবু শোনা ক্ষমতার জয় গান, গুন্-গুন্ ।


(২৩-০৩-২০২৪)