ওদের-ই দেশ, ওদের-ই ভাষা, ভাবভঙ্গিমায়
কঠিন পণ ! করতে হবে ওদের চিত্ত জয় ,
যে দেশ, বিজ্ঞান জ্ঞানে-গুণে সেরা বিশ্বে
তাই, কাজটি অসম্ভব কঠিন , করা তা’ প্রকাশ্যে ।


সাধ্য কী তার সম্ভব- এক ফকির, ধ্যানী-
যে কিনা সামান্য এক দীনহীন- প্রাণী ?
যেখানে সমাবেশ সংসারের গুণী-জ্ঞানী ।
মাত্র এক সম্বল, মস্তকে ধারণ, গুরুর বাণী
পার করা চাই পরাধীন দেশের বৈতরণী ,
সনাতন ধর্মের নীতি ও তার মান
শোনাতে হবে ওদের সত্যের উপাখ্যান ।


বিশ্বজগৎ যে সময় জানত না সভ্য পরিধান-
ভারতবর্ষ সে যুগে ছিল মানব মূল্যের অপূর্ব উত্থান ,
মহান ঐতিহাসিক শিকাগো ধর্ম সভায়-
প্রচারেন সে সন্ন্যাসী ওজস্বী ভাষায় তারি জয়গান ।
ধন্য-ধন্য রব ওঠে, গোটা ধর্ম সভাগৃহে
পরদিন উঁচ্চকণ্ঠে সংবাদ মাধ্যম
প্রতিটি পত্রে সন্ন্যাসীর জয়গান গাহে ,
ভারত যে কত এগিয়ে—উত্তম
আধ্যাত্মিক জ্ঞান-গুণে সে নয় কোন কম !


তব পদে প্রণামী হে বীর পরিব্রাজক
বিশ্বে তব নাম চির অমর অক্ষয় হোক ।


(০৯-১২-২০২১)
স্বামীজীর জীবনকাল- (১২-০১-১৮৬৩-/-০৪-০৭ -১৯০২)