ঘরেতে নেইকো ফুঁটোকড়ি তার
বায়না ধরে রকেটে- চাঁদে যাওয়ার ,
সাঁঝে ,গলায় ঢেলে- গ্লাস দুই তাড়ি
দেয় মামার গল্প- সাতমহলার বাড়ি ।


স্নানে হাঁটু জলে, ভয় লাগে তার
পাড়ি দিতে শখ, অজানা পারাবার ,
জানে না সৌরজগতের ঘূর্ণন কাণ্ড
চায় নব এক আবিষ্কার, অন্য ব্রহ্মাণ্ড ।


পান্তায় ঢেঁকুর তুলে, সকলকে বলে
'পোলাও যে খেয়েছি আজ সকালে ।'
আনবে শুদ্ধ জাগরণ উজ্জ্বল অতি
অন্যায় আচরণে আছে বেশ মতি ।
উপদেশে সর্বদা বলে ,'এ নয় ভ্রান্তি
শীঘ্র দেখতে পাবে, দুয়ারে ক্রান্তি !'


(ইং-১৩-০৭-২০২০)