বাঁশবাগানে- বাঁশঘুল্লি -
কোনটা কাটি বেপাত্তা ,
রাগের মাথায় কত বলি
ধুত্তর সব ব্যাঙের ছাতা !


হরিণী চোখে হারিয়ে যাই
মায়ার আবার অজগর ,
ঝড়ের সাথে নৃত্যে মাতে
কত না সে বাবুই ঘর ।


হাম্বা হাম্বা বাছুর ডাকে
বাঘ সে করে গরগর ,
ছুঁতের গোঁসাই ঘাটে গেলে
সবারে বলে, সর-সর ।


তেলির হাতে তেল গলে না
হাতটি তেলে ভিজে ,
বরাহ পাল কাদা পেলে
কত না থাকে মজে ।


(০৯-০১-২০২৩)