কার কি-বা কতটা দোষ
বলা অত সহজ নয় ,
মানবতা আগেও ছিল
এখনো হয় নি লয় ;
যে বোঝে- সে অবশ্য
এ কাজে দেয় পরিচয় ।


পর উপকারে, নিজ ক্ষতি
কথাটা- প্রবাদ বাক্য ,
তাই বলে কি তারা পিছিয়ে রবে
ভুলবে গুণ মনুষ্যত্ব ?
সাধারণ এক মানুষের মত
ডুবে রবে অতল তলে
বিবেক, বুদ্ধিহীন-অজ্ঞ ?


সেথা,পর-দরদী আদর্শ মনা
জীবনে ভরা থাকে আনন্দ ,
আধপেটা খেয়ে,- না খেয়ে-
চলে ,কর্ম ভরা- দ্বন্দ্ব ,
কত না তিক্ত অভিজ্ঞতা -
অকারণ শোনে গাল-মন্দ ।


(২৪-০৯-২০২২)