সত্য প্রবাদ, “রাজ্য ও রাজরাণী একসাথে মেলে না” ,
কিন্তু একি !! রাজ্য ও টাকার পাহাড় চাক্ষুষ দেখা ;
যে পরিবর্তন চায় ,তার না জানি আরো কত শেখা  
আগে আরো “খেলা হবে”,এমত মনে পোষা ভাবনা ।


কোটি টাকায় নিজ ছবি বিক্রি , 'সারদা কেলেঙ্কারী'
তার হদিস জনতা টের পায়, কত না আহাঃমরি !
কোচরগত করে সাহিত্য পুরস্কার ,হায় বিপ্লবী বাঙালি
কবে জাগবি ? কত দিবি চিরতরে জ্ঞান-বুদ্ধি জলাঞ্জলি !


শিক্ষার মূল জ্ঞানদেবীও- ওরা বিক্রি করে টাকা আয়ে ,
তারা বাঁচে অহরহঃ লফ্ফাজী ,মিথ্যাবুলি, কুৎসা রটিয়ে ।
হায় ! পুরো গোটাদেশ যাঁদের একদা করত অনুকরণ -
তারই চতুর্দিকে মেধা-জ্ঞান-গরিমায় একি দুর্দিন, পতন !


(৩০-০৯-২০২২)
কাব্য-“যোগ্য প্রার্থীর অশ্রুজল”- (৩০-০৯-২০২২) ,কবি গৌতম রায় - সেথা থেকে প্রেরণা, সাহস হল এ কাব্য লিখতে , তাই শ্রদ্ধেয় প্রিয়কবিকে এ কাব্য উৎসর্গ করা ।