আত্মসুখী সে সুধী জন, জগৎ মাঝে রয়
          এ বিষয় না কোন সন্দেহ
স্বস্তি ভরা সে আলয়-গৃহ ,
চেতনা-জ্ঞানে বাস্তবে, জীবন করে জয় ।


বোধ-গুণে দ্বিমতে উত্তম কাল যাপন ,
             সত্য-মিথ্যার না বালাই
সুখে খায় রস মালাই ,
সঙ্কটে বাঁচার খুটি, ভরপুর মেলে সাধন ।


সত্য বা মিথ্যা তা’ দিয়ে- প্রগতি আছে কী ?
               একমাত্র, ধরে সাধু বেশ
যদি দুঃখ না হয় শেষ ,
দু’টোই মেনে মনসুখে- কত যে খায় ঘি !


দীপ্ত জ্ঞানের আলোচ্ছটা কৈ সে সত্য রূপ ?
                       কালোর পাল্লা ভারী
যদিও বৃদ্ধি, আহামরি !
বিনা সংশয় ! চলে ধরায় ,ধর্মের চাকা খুব ।


(১৭-০৯-২০২২)