কোন ছলে , মস্তিষ্কে বাঁধলে গুঁটি
সে দূরারগ্য ব্যাধি
তা’ নিয়ে জীবনযন্ত্রণাধারা নিরবধি ,
হে দয়ালু প্রভু !দাও বোধ- পরিপাটি ।


জানি মাথা গেলে সব মাটি
জীবনের খেলা খতম ,
কেন জানি না ? সামান্য কথায় চটি ,
অন্য মতের কাউকে পেলে
অধর্মী বলে বকি হরদম ।


কত অপকথা -কুৎসা গাই তার
এটা কী কোন দোষ মাথার ?
ধাতমত না পেলে বিচার
অসীম রাগের হয় সঞ্চার ,
পর কষ্টে সন্তুষ্ট যেন মন
ভরে আনন্দের ঝঙ্কার ।


বিনা তব ইশারায় -
না নড়াচড়া পাতায় !
হে প্রভু ! তুমি তো মহান অবতার ,
এ গাঁটমত ব্যাধি না দেখি তার ।


(০২-০৯-২০২৩)
খতম > শেষ ।