জীবনে চাই শান্তির আলয়
মোলায়েম হোক বিছানা ,
সাথে সুন্দরী প্রেয়সী মনে কত না উদ্দিপনা !
না করে কোন ভান্ -আদিখ্যেতা
কত ডাকাডাকি আরধ্য দেবতা ;
পিছনে বাঁধা কুরীতির জঞ্জাল
এই তো বাস্তব জীবন হাল ।


আগে, বাপের আশ্রয়ে বাঁচত সবাই
এখন ভিন্ন-ভিন্ন পরিবার –
কেহ কারো ধারে না ধার ,
আজ- কে রাখে খবর, কে কার সংসার ;
সদা সুখবাহারী-মন, হাওয়া- হাওয়াই
পড়ে খুড়োরকলে আকাশে তারা গুণে যাই ।
নেই বাঁচার উপায় দুঃখ ঝেড়ে ,
খুড়োরকল পাতা প্রতিটি মোড়ে-মোড়ে ।


(০৯-০৮-২৩)