কি বলছ ভাই , দেশের কথা –
আজ দেশ যায় কোন্ দিকে !
দেশ তো মা, মনে লাগে না ব্যথা ?
বুঝেছি, মস্ত আছো এসব ভুলে
খুড়োর পাতা কল , ধরা দিয়েছ তার কলে !


কিছু লোকের চরাগাহ এ দেশ
এ সত্য না মেনে নেই অব্যাহতি তার রূপ বেশ ।
ধরম-করম সুনীতি আচার
সবই খুড়োরকলে জব্দ তার ।


তাই তো খুড়ো, খুড়ীকে বলে
আমি সফল, আমার পাতা কলে ।
দেশ দেশ করে নেই কারো মাথা ব্যথা ,
জবাবদিহিতে নিরাপদ আজকের নেতা ।


(০৯-০৮-২৩)
মস্ত > অতি উত্তম ।